বীজ থেকে চারা তৈরি করার জন্য সাধারণ মাটিতেই বিজ বপন করতে পারেন। তবে আলাদা করে মাটির বানিয়ে নিলেন জার্মিনেশন রেট ভালো পাওয়া যায়। বিজ বপনের মাটিতে (ভার্মি সার/কেচো কম্পোস্ট ৪০%, কোকোপিট ৪০% , ও মাটি ২০%) একত্রে মিশিয়ে ঝুরঝুরে করে নিলে ভালো হয়। বিজতলার মাটি তৈরি করে মাটির আধা ইঞ্চি পরিমান নিচে বিজ বপন করতে হবে ও উপরে হালকা মাটির প্রলেপ দিতে হবে। মাটি হালকা ভেজা ভাব রাখবেন। রোদ আলো পড়ে এমন যায়গায় রাখবেন। ৫-১০ দিনের ভেতরেই চারা তৈরি হবে
Customer Questions and answers :
Login to ask a question