চাষ পদ্ধতি :
১) জমি নির্বাচন :
সুইট জাম্বো তুলনামূলক দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে যেখানে পি এইচ ৫.৫-৭.৭ এর মধ্যে সেখানে খুব ভালো জন্মে। সুইট জাম্বোর জমিতে পানি আটকে থাকতে পারবে না। যেহেতু শুষ্ক জমিতে চাষের ঘাস তাই পানি এই ঘাসের জন্য দরকার নাই বললেই চলে। সুইট জাম্বো চাষ করার জমিতে ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে।
২) জমি প্রস্তুতকরণ :
এই ঘাসের বীজ বপনের আগে জমি ভালো করে চাষ করে মাটির বড় দলা সুন্দর করে ছোট করে দিতে হবে। জমিতে কয়বার চাষ দিতে হবে এটা নির্ভর করবে জমির মাটির আদ্রতা এবং কি মাটিতে চাষ করা হচ্ছে তার উপর।
৩) বীজ বপন :
জমি ভালো করে প্রস্তুত করে প্রতি হেক্টর (২.৪৭ একর) জমির জন্য গড়ে ১৫ কেজি বীজ মাটির ২ থেকে ৩.৫ সেনটিমিটার নিচে বপন করে জমি উত্তম রূপে মই দিতে হবে যেন বীজ মাটির উপরে দেখা না যায়।
৪) উর্বরতা :
সুইট জাম্বো ঘাস এর অধিক ফলন এর জন্য জমিতে নাইট্রোজেন সার (ইউরিয়া) ব্যবহার করা যেতে পারে। প্রথমবার ঘাস কিছুটা বোরো হবার পর ১০০কেজি নাইট্রোজেন সার প্রতি হেক্টর জমিতে (২.৪৭ একর) প্রয়োগ করে সামান্য সেচ দিলে উত্তম ফলন পাওয়া যাবে। এরপর প্রতিবার ঘাস কাটার পর ৫০কেজি / প্রতি হেক্টর এ প্রয়োগ করে সেচ দিতে হবে।
Customer Questions and answers :
Login to ask a question