রুট হরমোনের বৃক্ষপ্রেমীরা কম বেশি সবাই জানে , তবুও যারা জানেন না তাদের জন্য বলছি।গাছ থেকে অনেক ভাবেই চারা তৈরি করা হয়, তার ভেতর একটি সহজ পদ্ধতি হল কাটিং থেকে চারা করা। সাধারণত ডাল কেটে মাটি/মিডিয়া/পানিতে ভিজিয়ে রেখে অনেকে চারা করে। এই কাটিং পদ্ধতিতে চারা করার জন্য রুট হরমোন অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি কাটিং থেকে চারা হবার সম্ভবনা অনেকাংশে বাড়িয়ে দেয়।সাধারণভাবে যেখানে ১০ টা কাটিং এ ২/৩ টি চারা হয় সেখানে রুট হরমোন ব্যাবহারে ৭/৮ টি হয়ে থাকে। (অবশ্যই শুধু রুট হরমোনের আশায় বসে থাকলে হবে না, পরিচর্যাও প্রয়োজন হবে)এছাড়াও রুট হরমোনের বহুমুখি ব্যাবহার রয়েছে। ইন্টারনেটে আরও তথ্য পাবেন।
Customer Questions and answers :
Login to ask a question