Orangme powder ( কমলা গুড়া ) - 100gm

SKU: VJA32300
Seller: VesojE Agro

Tk 150


নিয়মিত কমলালেবু খেলে ত্বক ভালো থাকে তা সবাই জানেন। কিন্তু একই উপকার পাবেন যদি কমলার খোসা শুকিয়ে ত্বকচর্চায় ব্যবহার করতে পারেন।

কমলার খোসায় আছে ভিটামিন সি। রোদে শুকিয়ে নিলে তাতে যোগ হবে ভিটামিন ডি।কমলায় থাকা প্রাকৃতিক তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকরী। এর সাইট্রিক অ্যাসিড অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে ভালো কাজ করে।

 যাদের ত্বক ম্লান, ব্ল্যাক হেডস, রোদে পোড়া কালচে ছোপের মতো তারা কমলার খোসা রূপচর্চায় ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। তাতে আপনার ত্বক হবে উজ্জ্বল, সেই সঙ্গে ব্রণের উপদ্রবও পালাবে। 

*এবার জেনে নিন কমলার খোসা কিভাবে ব্যবহার করবেন...

১. কমলার খোসা আর হলুদগুঁড়া: রোদে কমলার_খোসা শুকিয়ে নিন। সেই খোসা গুঁড়া করে তার মধ্যে হলুদের গুঁড়া মিশিয়ে গোলাপজল দিয়ে প্যাক বানিয়ে নিন। মারা মুখ ও গলায় মেখে মিনিট পনেরো রেখে আঙুলের মৃদু চাপে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে তুলুন। সপ্তাহে তিনবার এই প্যাক ব্যবহার করলে বয়সের ছাপ চোখ-মুখ থেকে উধাও হবে।

২. কমলায় অ্যালোভেরা: অ্যালোভেরা প্রকৃতির এক চমক। কাটাছেঁড়া থেকে ত্বক পরিচর্চা ও স্বাস্থ্যের যত্নে এর জুড়ি মেলা ভার। কমলার খোসার গুঁড়া আর অ্যালোভেরার জেল মিশিয়ে সপ্তাহে তিনদিন মুখে মাখুন। ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এর কার্যকারিতায় শীতেও ত্বক মাখনের মতো মোলায়েম ও উজ্জ্বল হবে।

৩. স্ক্রাবারে কমলার খোসা: ত্বকে জমে থাকা মৃত কোষ তুলতে স্ক্রাবারের ব্যবহার জরুরি। এতে মৃত কোষ সরে ত্বকে নতুন চামড়া জন্মায়। ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যের আভায় ঝলমলে। গোলাপজলের সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়া মিশিয়ে ত্বকে মেখে হালকা হাতে ঘষে নিন। এতে যেমন ত্বকের ডেড সেল সরবে তেমনি প্রাকৃতিক স্ক্রাবার হওয়ায় কোন পার্শ্বপ্রতিক্রিয়াও থাকবে না। উল্টো ত্বক হয়ে উঠবে ভিটামিন সি’র গুনে উজ্জ্বল।

 ৪. চোখ আর ঠোঁটের চারপাশ বাদ দিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাত ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

৫গরম পানিতে কমলার খোসার গুঁড়ো আর কয়েক ফোঁটা কমলার রস মিশিয়ে ভাপ নিন ত্বকে। ত্বক উজ্জ্বল হবে।

৫. দুই চা চামচ দই আর এক চা চামচ কমলার খোসার গুঁড়া এক সাথে মিশিয়ে পেস্ট করে আপনার ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গায় লাগিয়ে হালকা ম্যাসাজ করুন এবং ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস কমে যাবে।

৬. এক টেবিল চামচ দই নিন, খানিকটা মধু নিন ও কমলার খোসা পেস্ট এক চা চামচ নিয়ে সব উপাদান একসাথে মিশিয়ে প্যাক বানান। এটি ত্বকে লাগিয়ে রেখে ১৫ মিনিট পড় ধুয়ে ফেলে তোয়ালে দিয়ে হালকা করে মুছে ফেলুন। এটি আপনার ত্বকের কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করবে।

 যাদের ত্বক শুষ্ক তারা এই প্যাকে এক চা চামচ অলিভ ওয়েল বা নারিকেলের তেল যোগ করতে পারেন।

*যেটা করবেন না:

ক. কমলার খোসা ফ্রিজে রেখে ব্যবহার করার পরিকল্পনা থাকলে বাদ দিন। গুণাগুণ কমে যাবে।

খ. কমলার খোসা বেশি দিন শুকিয়ে রেখে দেবেন না। ছত্রাক জন্মাতে পারে।

গ. কমলার খোসা বা প্যাক ব্যবহার করার পর বেশ কিছুক্ষণ রোদে যাওয়া যাবে না। ত্বক রোদে পুড়ে যাবে।






Customer Questions and answers :

Login to ask a question