বীজ বপন পদ্ধতিঃ পদ্ম ফুলের বীজ একটি পানি ভর্তি পাত্রের ভিতরে রেখে দিতে হবে ১৫ থেকে ৪৫ দিন এর মধ্যে বীজ হতে চারা বের হবে ( বীজ হতে চারা গজানোর জন্য সময় একটু কম বেশি হতে পারে ) । এরপরে আস্তে আস্তে চারা বড় হতে থাকবে তখন পানির নিচে কিছু পরিমাণ মাটি দিয়ে দিতে হবে। এবারে চারাগুলোর শিকড় ছড়াবে পানির নিচের মাটিতে ।
বীজ হতে দ্রুত চারা গজানোর জন্য আপনারা চাইলে বীজের সামনে ও পিছনের মুখে ধারালো চাকু দিয়ে সামান্য একটু কাঠ অংশ কেটে দিয়ে পানি ভর্তি পাত্রে রেখে দিতে পারেন ।
Customer Questions and answers :
Login to ask a question