চারা কেনার আগে নিচের লেখাগুলো সম্পূর্ণ পড়ে নিবেন অতঃপর চারা কেনার সিদ্ধান্ত নিবেন।
(নিচে কিছু গাছের চারার স্যাম্পেল ছবি দেওয়া আছে)
সতর্কতা: অনলাইনে চারা কেনার ক্ষেত্রে ডেলিভারি এর সময় পাতা বা ডাল হালকা ভেঙে বা দাগ হয়ে যেতে পারে। কিন্তু এটা গাছের কোন ক্ষতি করে না গাছ লাগানোর পর এগুলো ঠিক হয়ে যাবে। এ বিষয়ে কোন আপত্তি না থাকলে তবে অর্ডার করুন ।
চারা কিভাবে পাবেন: চারাটি মাটি সহ পাবেন। গোড়ার মাটি ভালোভাবে টেপ দিয়ে আটকানো থাকবে যেন মাটি সরে না যায়। অতঃপর সতর্কতার সাথে পেপারে মুড়ে এরপর কাটুন দাড়া ভালোভাবে টেপ দিয়ে পাঠাবো যেন বাইরের আঘাত ভেতরে যেতে না পারে। প্যাকেটের ভেতরে চারা একমাসের বেশি ভালো থাকবে এজন্য ডেলিভারিতে দেরি হলেও কোন সমস্যা হবে না।
হাতে পাবার পর কি করবেন: চারাটি হাতে পাবার পর সর্বপ্রথম ধারালো কোন ব্লাড বা কাঁচি দিয়ে টেপ গুলো আস্তে আস্তে কেটে ফেলবেন যেন টেপ বা কাটুন ছিড়তে গিয়ে চারার গায়ে আঘাত না লাগে। খেয়াল করবেন গোড়ার মাটি গুলো অক্ষত অবস্থায় আছে কিনা। আশাকরি অক্ষত থাকবে তবুও অক্ষত না থাকলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরই আপনি টপ বা মাটিতে লাগাতে পারবেন। তবে সাইজ সর্বনিম্ন ৮ ইঞ্চি থেকে যত বড় হয় তত ভালো। ৮ ইঞ্চি সাইজের টবে গাছ বাঁচবে ও ফুল দিতে পারবে কিন্তূ টবের সাইজ যত বড় হবে গাছ ততো দ্রুত বৃদ্ধি পাবে ও ততবেশি ফুল দিতে পারবে। সাধারণ মাটির সাথে কোকোপিট জৈবসার ও সামান্য বালি মিশিয়ে সহজে মাটি তৈরি করতে পারবেন। নিজে মাটি তৈরিতে সমস্যা হলে অনলাইন বা নিকটস্থ নার্সারি থেকে গার্ডেন সয়েল কিনে লাগাতে পারেন। টবে গাছ লাগানোর পর নিয়মিত পানি দিন।
অবশ্যই কাঠগোলাপ গাছ রোদে রাখবেন এটা ছায়াতে বা ইনডোরে হবে না। নিয়মিত গাছের যত্ন হিসাবে গাছে জৈব সার হাড়ের গুড়া, সিংখুর কুচি, ভার্মিকম্পোস্ট, কীটনাশক, ছত্রাক নাশক, NPK, Epsom Salt, Osmocote ইত্যাদি বিভিন্ন সময়ে পরিমাণ মতো প্রয়োগ করতে পারেন। এতে করে গাছ সুস্থ থাকবে ও নিয়মিত ফুল দিবে।
আরও কোন তথ্য জানার থাকলে বা প্রশ্ন থাকলে আমাদের চ্যাটে মেসেজ করুন।
- কাঠগোলাপ ফুলের জীবিত চারা
- চারার সাইজঃ ০৮-১২+ ইঞ্চি পর্যন্ত
- চারা ম্যাচিউর, লাগানোর পর প্রথম সিজনেই ফুল দিবে
- ফুলের কালার হবে সাদার মাঝে হলুদ ভাব - ছবির মত
- চারা ঝোপালো টাইপের নিবেন নাকি লম্বা টাইপের এটা অর্ডার করার সময় সিলেক্ট করার অপশন পাবেন
- যেহেতু প্রতিটি চারাই ভিন্ন ভিন্ন সাইজ ও শেপ হয়ে থাকে এ জন্য একুরেট সাইজ বা শেপ বলা সম্ভব নয়
- তবে ডিস্ক্রিপশনে চারার স্যাম্পেল ছবি দেওয়া আছে সেটা দেখে অনুমান করতে পারবেন।
- ডিস্ক্রিপশনে চারা সম্পর্ক্তিত আরও কিছু সতর্কতা ও চারা লাগানোর সম্পর্কে তথ্য দেওয়া আছে সেটা দেখে অর্ডার করবেন।
- কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে মেসেজ করুন
Customer Questions and answers :
Login to ask a question