Kashmiri grape seeds for home tubs and Garden - 15 pieces

SKU: SEDW39902
Seller: Seeds World

Tk 250
SoldOut


আঙ্গুর চাষের জন্য জমি ও মাটি নির্বাচন

দো-আঁশযুক্ত লালমাটি, জৈবিক সার সমৃদ্ধ কাঁকর জাতীয় মাটি এবং পাহাড়ের পাললিক মাটিতে আঙ্গুর চাষ ভাল হয়। জমি অবশ্যই উঁচু হতে হবে,যেখানে পানি দাঁড়িয়ে থাকবে না এবং সূর্যালোক সমৃদ্ধ জমি নির্বাচন করা ভাল। জমি তৈরি কিভাবে করবেনভালভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুর করবেন তারপর ৭০ × ৭০ × ৭০ সে. মি.মাপের গর্ত করে তাতে ৪০ কেজি গোবর,৪০০ গ্রাম পটাশ,৫০০ গ্রাম ফসফেট এবং ১০০ গ্রাম ইউরিয়া গর্তের মাটির সাথে মিশিয়ে ১০/১৫ দিন রেখো দিতে হবে যেন সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশে যায়। তারপর সংগ্রহীত বীজ বপন করে হালকা পানি সেচ দিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আঙ্গুর চারা লাগানোর উপযুক্ত সময় মার্চ-এপ্রিলমাস। সার প্রয়োগ নতুন গাছের জন্য এপ্রিল মাসে ইউরিয়া @৬০ গ্রাম ও মিউরেট অফ পটাশ মিউরেটস অব পটাশ@১২৫ গ্রাম। এই একই ডোজ পুনরায় জুন মাসে দিতে হবে। পুরাতন গাছের জন্যও অনুরুপ ভাবে সার প্রয়োগ করতে হবে। কিন্তু প্রুনিং এর পর গোরবর সার ও এস এস পি পুরো ডোজ প্রয়োগ করতে হবে। সেইসাথে অর্ধেক ডোজ নাইট্রোজেন ও পটাশিয়াম প্রয়োগ করবে। বাকি হাফ ডোজ নাইট্রোজেন ও পটাশিয়াম প্রয়োগ করতে হবে এপ্রিল মাসে ফল আসার পর। দুইবার ইউরিয়া স্প্রে করতে হবে। একবার ফুল আসার পর আরেকবার ফল আসার পর। আগাছা দূরীকরণ মার্চের শুরুতে যখন জমি চাষ করতে হবে তখন Stomp@৮০০ মিলি প্রতি একর জমিতে দিতে হবে। তারপরে Gramoxone 24 WCS(paraquat) অথবা Glycel 41 SL(glyphophate)@১.৬ লিটার প্রতি একরে ১৫০ লিটার পানিতে মিশিয়ে দিতে হবে যখন আগাছার উচ্চতা ১৫-২০ সেমি হবে৷ আঙ্গুর গাছের কান্ড ছাঁটাই রোপণ করার পরবর্তী বছরের শুরু দিকে আঙ্গুর গাছকে মাচায় নিতে হবে। এরপর ফেব্রুয়ারি মাসে মাচায় ছড়িয়ে থাকা আঙ্গুর গাছের কান্ড ছেঁটে দিতে হবে। কান্ড ছাঁটাই করলে আঙ্গুর গাছের ফলন বৃদ্ধি পায় এবং ফুল ঝরে পড়া কমে যায়। ছাঁটাইয়ের ৭ দিন পূর্বে এবং ৭ দিন পরে এর গোড়ায় হালকা সেচ দিতে হয়। গাছ রোপণের পর মাচায় ওঠা পর্যন্ত প্রধান কাণ্ড ছাড়া অন্য সকল পার্শ্ব কাণ্ডসমূহ অবশ্যই ভেঙ্গে ফেলতে হবে।





Customer Questions and answers :

Login to ask a question