গ্লাডিওলাস ফুল চাষ একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় ফুল চাষের প্রক্রিয়া। এই ফুলের বৈশিষ্ট্য হল তার দীর্ঘ, সোজা কান্ড এবং রঙিন ফুলের সুশোভন শৃঙ্গ। গ্লাডিওলাস ফুল বিভিন্ন রঙের হতে পারে, যেমন লাল, গোলাপী, সাদা, হলুদ, এবং বেগুনি। এই ফুল চাষ করার জন্য একটি উর্বর, জলাবদ্ধ মুক্ত মাটি প্রয়োজন। মাটির পিএইচ স্তর ৬ থেকে ৭ এর মধ্যে হওয়া উচিত। গ্লাডিওলাস ফুলের কন্দ (bulb) মাটিতে লাগানোর আগে কিছু সময়ের জন্য শুকাতে দেওয়া উচিত। চাষের জন্য কন্দগুলিকে প্রায় ৪-৬ ইঞ্চি গভীরে এবং ৬-৮ ইঞ্চি পরপর লাগানো হয়। ফুলের কান্ড বড় এবং সুগঠিত করতে প্রয়োজনীয় সার ও পুষ্টি প্রদান করতে হয়। ফুলের জন্য পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন, তাই সঠিক স্থানে ফুল লাগানো উচিত। গ্লাডিওলাসের ফুলে আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত পানি দিতে হয়, তবে অতিরিক্ত জলাবদ্ধতা এড়াতে হবে। ফুলের কান্ড বাড়ানোর জন্য মাঝেমধ্যে কেটে দেয়া উচিত। ফুল ফোটার সময়ে রঙ এবং সৌন্দর্য বৃদ্ধি করতে বিশেষ যত্ন নিতে হয়। গ্লাডিওলাস ফুল সাধারণত গ্রীষ্ম ও শরৎকালে ফুল ফোটে। ফুল ফোটার সময়, ফুলের কান্ড কাটা যায় এবং দীর্ঘকাল ধরে রাখা যায়। চাষকৃত ফুলগুলি সাজসজ্জা এবং ইভেন্টে ব্যবহার করা হয়। রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। গ্লাডিওলাস ফুলের চাষ পেশাদার ফুল চাষীদের জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা করলে ফুলের গুণগত মান ও ফলন বৃদ্ধি পায়।
গ্লাডিওলাস বাল্ব থেকে চারা তৈরি করার নিয়মঃ
গ্লাডিওলাস এর বাল্ব থেকে চারা তৈরি একেবারেই সহজ একটী উপায়, তবে এ ক্ষেত্রে সব চেয়ে গুরুতে পূর্ণ বিষয় হচ্ছে বাল্ব এর কোন পাশ উপরের দিকে থাকবে আর কোন পাশ নিচের দিকে থাকবে এটা বুঝতে পারা।
গ্লাডিওলাস বাল্ব দেখতে অনেকটা পিয়াজের মত, এবং পিয়াবের এক পাশ উচু ও আর একপাশ সমান থাকে। গ্লাডিওলাস এরও একই রকম, এক পাশ উচু ও অন্য পাশ সমান থাকে।
নিচে কিছু ছবি দেওা আছে । ছবি গুলো দেখলে কোন পাশ নিচের দিকে হবে আর কোন পাশ উচুর দিকে তা বুঝতে সুবিধা হবে।
মাটি তৈরিঃ সুনিষ্কাশিত দো-আঁশ ও বেঁলে দো-আঁশ মাটি চাষের জন্য উত্তম। তবে ছাদবাগানিদের জন্য এভাবে মাটি বাছাই করা কষ্টকর তাই সাধারণ যে কোন ধরনের উর্বর মাটিতেই গ্লাডিওলাস লাগাতে পারেন। মাটির সাথে গোবর সার বা কেচো কম্পোষ্ট বা ভার্মি সার, কোকোপিট ও হাড়ের
গুড়া মিশিয়ে ঝুর ঝুর করে তৈরি করবেন। এক কথায় আপনার অন্যান্য গাছ যেমন মাটিতে লাগাবেন তেমন মাটিতে লাগালেই হচ্ছে। মাটির সাথে হাল্কা ছত্রাকনাশক মিশিয়ে দিবেন।
পট নির্ধারণঃ গ্লাডিওলাসের জন্য খুব বড় পটের প্রয়োজন হয় না। আবার একেবার ছোট পাত্রে লাগালে গাছ হবে কিন্তু ফুল বড় হবে না। ৬/৮ ইঞ্চির টব বা পাত্রে ১ টি বাল্ব এর জন্য যথেষ্ট আবার বড় টবে একত্রে ৩/৪ টা বাল্ব ও লাগাতে পারেন। (ছবিতে আমার ৯"/১০" পটে ৩ টা বাল্ব লাগিয়েছি )
রোপন পদ্ধতিঃ গ্লাডিওসাল বাল্ব সম্পূর্ণ মাটির নিচে বা উচু অংশ মাটির উপরে রেখেই রোপন করতে পারেন। আমার টবের ছবিতে দেখুন ৩ টা বাল্ব লাগানো যেগুলোর ১ টার এক তৃতিয়াংশ মাটির উপরে রেখেছি, আর একটা সম্পূর্ণই মাটির নিচে দিয়েছি। (ভিডিওটি দেখলে আরও ভালো
বুঝবেন)
পরিচর্যাঃ গ্লাডিওলাস এ তেমন কোন বিশেষ কোন পরিচর্যার প্রয়োজন হয় না। পরিমান মত পানি দিলেই হচ্ছে। খেয়াল রখতে হবে বৃষ্টির পানি বা সাধারণ পানি যেন জমে না থাকে। পানি জমে থাকলে বা একনাগাড়ে ৩/৪ দিন ভেজা থাকলে বাল্ব পচে যেতে পারে। তাই পরিমান মত পানি দিবেন
ও অতি বৃষ্টি থেকে দূরে রাখবেন। উল্লেখ্য, বৃষ্টির পানি ক্ষতিকর নয়, পানি জমে থাকা ক্ষতিকর।
সার/মেডিসিনঃ ভালোভাবে মাটি তৈরি করে নিলে সেই মাটিতে পরে এর কিছু মেশানোর প্রয়োজন হয় না। কিন্তু পরে আবার বাল্ব সংগ্রহ করে রাখার ইচ্ছা থাকলে ভালো বাল্ব পাওার জন্য মাটিতে ছত্রাকনাশক মেশানো পানি দিলে ভালো হয়। গ্লাডিওলাস এ পোকার আক্রমন তেমন হয় না
বললেই চলে। তবুও ১৫/২০ দিন পর পর ছাদের সকল গাছে ছত্রাকনাশক ও কিটনাশক স্প্রে করে দিলে গাছ অনেক সতেজ থাকে ও মিলিবাগ বা পোকার আক্রমন থেকে রক্ষা পাবে।
>> ধন্যবাদ <<
(এই মতামত বা পরামর্শ শুধু ছাদবাগানীদের জন্য। যারা বানিজ্যিক ভাবে চাষ করবেন তাদের জন্য নয়)
-
গ্লাডিওলাস ফুলের ম্যাচুয়ার বাল্ব বা কন্দ।
-
মিক্সড কালার ফুল পাবেন
-
3/6/10/20 টি বাল্ব/কন্দ অর্ডার করার সময় সিলেক্ট করবেন
-
এটা কোন প্লাস্টিকে বা বাস্তব ফুল নয়। এটা ফুলের বীজ।
-
ছাদ বা ব্যালকনিতে সৌন্দর্য বৃদ্ধি করবে।
-
অল্প পরিচর্যায় ও অল্প যায়গায় লাগানো যাবে।
-
ডাবল বা বহু পাপড়ির মিক্স কালারের কন্দ
-
ডিস্ক্রিপশনে জার্মিনেশন পদ্ধতি দেওয়া আছে
-
পন্যের নাম বা টাইটেলের সাথেই বীজের নাম, জাত ও পরিমান উল্লেখ করা আছে
-
নামের সাথে একাধিক পরিমান বা জাতের উল্লেখ করা থাকলে অর্ডার করার সময় পরিমান বা জাত সিলেক্ট করার অপশন পাবেন
-
উপযুক্ত ও সঠিক পরিবেশ ও পরিচর্যা পেলে সারা বছরই চাষ করা যাবে
-
প্রতি রকম বীজ আলাদা ভাবে প্যাকিং ও মার্কিং করা থাকবে
-
আমাদের শপ থেকে একত্রে একাধিক আইটেম ক্রয় করলে র্যান্ডমলি এক্সট্র বীজ/সার উপহার দেওয়া হবে
-
ছাদবাগান বা ব্যালকনি ছোট পরিসরে চাষ যোগ্য বা জমিতে চাষের জন্য উপযোগি
-
ফুল/ফল যেগুলো মিক্স কালার লেখা সেগুলো মিক্স হিসাবে পাবেন।
-
জার্মিনেশন রেটঃ আমাদের টেস্টে জার্মিনেশন রেট ৮০-৯৫% বাকিটা ক্রেতার অভিজ্ঞতা পরিবেশ আবহাওয়া ও পরিচর্যার উপর নির্ভর করবে
-
আমাদের প্রতিষ্ঠান “কিছুকথা শপ” বাংলাদেশ এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে লাইসেন্স প্রাপ্ত, এজন্য ১০০% অর্গানিক ও অরিজিনাল পন্য পাবেন।
-
বপন ও চাষ পদ্ধতি ও বপনের সঠিক সময় সম্পর্কে ডিস্ক্রিপশনে পাবেন। আরও বিস্তারিত জানতে প্যাকেটের
-
গায়ে লেখা ওয়েবসাইট ভিজিট করুন
-
বীজের ব্রান্ডঃ Kicukotha Seed / শপ নেমঃ Kicukotha Shop
-
কোন প্রশ্ন থাকলে দারাজ চ্যাটে ওয়েবসাইট এর চ্যাট অপশনএ মেসেজ করুন
Login to ask a question