ইপসম সল্টের ব্যবহারঃ
মাটিতে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাব হলে এবং আশানুরূপ ফলন পেতে হলে ইপসম সল্ট ব্যবহার করুন ।
ইপসম সল্টের অভাব জনিত লক্ষনঃ
গাছের পাতা হলুদ ও লালচে বর্ন ধারণ করে ।
প্রথমে পাতার প্রান্ত লালচে ও হলুদ বর্ন হবে।
গাছের পাতা কুঁকড়ে যাবে এবং স্বাভাবিক বৃদ্ধি হবে না।
পরে পাতার শিরা, উপ-শিরা আক্রান্ত হবে।
ফসলের ফলন কমে যাবে।
ইপসম সল্ট ব্যাবহারের উপকারিতাঃ
গাছকে মাটি থেকে খাদ্য উপাদান গ্রহনে বিশেষ সহায়তা করে।
মাটির গঠন উন্নয়নে ইহা গুরুত্বপুর্ন ভুমিকা রাখে।
ফসলের গুনগতমান বৃদ্ধি পাবে।
ফসলের পাতার রং ও আকার স্বাভাবিক হবে।
আশানুরূপ ফলন পাওয়া যাবে।
ইহা ব্যাবহারে মাটির PH এর উপর কোন প্রভাব ফেলে না ।
সঠিক প্রয়োগে ইহার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং পরিবেশের উপর কোন প্রভাব ফেলে না ।
ইপসম সল্ট ব্যাবহারের সময়ঃ
জমি তৈরির সময় শেষ চাষে ।
ফসলে ম্যাগনেসিয়াম সালফেট এর অভাব পরিলক্ষিত হলে ।
ইপসম সল্ট এর ব্যবহার বিধিঃ
বীজ বপন বা চারা রোপণের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হয় ।
ফসলে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাব দেখা দিলে স্প্রে মেশিনের সাহায্যে গাছ ভিজিয়ে দিতে হবে অথবা সরাসরি ছিটিয়ে প্রয়োগ করতে হবে ।
ইপসম সল্টের প্রয়োগ মাত্রাঃ
স্প্রে করার সময় ১০ লিটার পানিতে ১৩০-১৫০ গ্রাম ইপসম সল্ট ভাল ভাবে মিশিয়ে ৫ শতক জমিতে ছিটাতে হবে ।
মজুত করনঃ
শুষ্ক ও ছায়া যুক্ত স্থানে মজুত করুন।
সতর্কতাঃ
টি এস পি , এস এস পি বা ডি এ পি সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না ।
শিশু, পশু পাখি ও খাদ্য সামগ্রীর নাগালের বাইরে রাখুন ।
- গাছকে সবুজ,সুন্দর,সজীবতা প্রদান করে গাছের বেড়ে ওঠায় সাহাজ্য করে।
- মাটি থেকে নিউট্রেন্ট এবং মিনারেল গ্রহন করার ক্ষমতা বাড়িয়ে দেয়।
- ফলকে মিষ্টতা প্রদানে সাহায্য করেও গাছেরফুল উৎপাদন এবং মানসম্পন্যফল প্রদানে সাহায্য করে।
- ইপসম সল্ট ব্যাবহারেবীজের জার্মিনেশন হার বাড়াতে সাহায্য করে।
- পাতা হলুদ হওা রোধ করে ও পাতা সবুজ করে তোলে।
Customer Questions and answers :
Login to ask a question