ধনিয়া পাতা সাধারণত সব ধরণের মাটিতে চাষ করা যায়। তবে বেলে দোআঁশ মাটি ও এটেল মাটি ধনিয়া পাতা চাষের জন্য ভাল।। ধনিয়া পাতা গাছ লাগানোর পর মাটিতে আদ্রতা না থাকলে ২/১ দিন পর পর পানি দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে ধনিয়া গাছ কখনই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই জমাকৃত অতিরিক্ত পানি বা বৃষ্টির পানি ২-১ ঘণ্টা মধ্যেই নিকাশের ব্যবস্থা করতে হবে। তা না হলে ধনিয়া পাতা গাছ পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তাই সঠিক নিয়মে পানি দিতে হবে।এছাড়া পাখি যাতে পাতা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় বীজ বোনার পর পিঁপড়া বীজ খেয়ে ফেলে। তাই খেয়াল রাখতে হবে যাতে পিপড়া বীজ না খেয়ে ফেল।ধনিয়া পাতা চাষের ক্ষেত্রে গাছের অনেক যত্ন নিতে হয়। ধনিয়া পাতা গাছের সাথে অনেক আগাছা ও পরগাছা জন্ম নেয়। তাই সর্বদা আগাছা পরিষ্কার করতে হবে মাটি ঝুরঝুরে করে দিতে হবে। এবং ধনিয়া পাতা আবাদের জন্য পানি নিষ্কাশনের সুবিধা থাকতে হবে। ধনে পাতা এক মৌসুমে কয়েকবার খেয়ে আবার চাষ করা যায়।
-
প্যাকঃ ১০ গ্রাম বীজ আনুমানিক ২০০০+ বীজ থাকবে
- জাতঃ হাইব্রিড
- জার্মিনেশন রেটঃ আমাদের টেস্টে ৮০%-৯০% ।
- বাকিটা পরিবেশ, আবহাওয়া, আদ্রতা, মিডিয়া এবং ক্রেতার অভিজ্ঞিতা ও পরিচর্যার উপর নির্ভর করবে।
- বীজ অরিজিনঃ মরোক্ক
- সারাবছর চাষ করা যায়
- ৫-১০ দিনে চারা হবে ও ২০-৩০ পাতা সংগ্রহের উপযুক্ত হবে
- বাড়িতে ছাদে বা ব্যালকনিতে উপযুক্ত সাইজের টবেই লাগানো যাবে সহজে চাষ করা যাবে।
- লাগানোর পদ্ধতি পন্যের ডিস্ক্রিপশনে পাবেন।
- এছাড়া জার্মিনেশন বা অন্যান্য আরও বিস্তারিত জানতে প্যাকেটের উপর লেখা ওয়েব সাইটে ভিজিট করুন।
Login to ask a question