কোকো পিট ব্যবহারের নিয়মাবলী: -
প্রতি কেজি কোকো পিটসাথে ৫ লিটার পানি মেশাবেন 1টি বড় ব্লক এ 20 থেকে 25 লিটার পর্যন্ত পানি মেশানো যায়। কোকোপিট যখন রি-ওপেন হবে তখন এর পাঁচগুণ আকার ধারণ করবে, এটি 1:5 রেশিওতে ব্লক করা হয়),
দেখবেন কোকো পিট দ্রুত ফুলতে থাকবে। ফোলা অংশটুকু হাত দিয়ে ঝুর ঝুরা করে নিন। হাত দিয়ে ছাড়ানোর পরও যদি ভিতরে কিছু অংশ শক্ত ও শুকনা থেকে যায় তাহলে ঐ অংশ টুকুর উপর আরো পানি ঢালুন । খেয়াল রাখবেন পানি যাতে অতিরিক্ত মাত্রায় বেশি হয়ে না যায় তাহলে নেট কাপড়ে রেখে ঝুলিয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। সম্পূর্ণ ঝুর ঝুরে হয়ে যাওয়ার পর আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
প্রথমে একটি গামলা/প্লস্টিক বল এর মধ্যে ঝুর ঝুরে হয়ে যাওয়া কোকো পিট নিন। গামলা/প্লস্টিক বল এর ৫০% কোকোপিট এবং ৫০% ভালো মানের ভার্মি কম্পোস্ট (ভার্মি সার) ভালো করে মিশিয়ে নিন (প্রয়োজনে ভার্মি কম্পোস্ট কম করে কোকো পিট এর পরিমানবাড়ানো যেতে পারে)। চাইলে মাটি মিশিয়ে দিতে পারেন। মেশানো হয়ে গেলে মিশ্রনটি দিয়ে আপনারপছন্দের টব অথবা বা বেড তৈরি করে গাছ বা গাছের চারা রোপন করে দিন। নিয়মিত পরিমান মতপানি দিবেন।
প্রথমে বড় ড্রামের মধ্যে ঝুর ঝুরে হয়ে যাওয়া ভেজা কোকো পিট নিন ৫০%+ ভালো মানের ভার্মি কম্পোস্ট (ভার্মি সার) ৩০% +২০% ভাল মানের মাটি নিন। এবার ৩ টি উপাদান ভাল করে মিশিয়ে নিন । মেশানো হয়ে গেলে মিশ্রনটি দিয়ে আপনার পছন্দের ড্রামে গাছ লাগাতে হলে অবশ্যই গাছের মধ্যে শক্ত সাপোর্ট দিতে হবে যাতে ঝড়ো বাতাসে হেলে না যায় এর জন্য আপনি গাছকে সাপোর্ট দেওয়ার জন্য Coconut Coir Pole/ Grow Strick{কোকোনাট কয়ার পোল/গ্রো স্টিক ব্যবহার করতে পারেন})।
বীজ থেকে চারা তৈরীর জন্য ঝুর ঝুরে হয়ে যাওয়া কোকো পিট চাল ধোয়ার মত ২-৩ বার ভাল করে ধুয়ে নিতে হবে যদি কোকো পিট High E.C. হয় তাহলে, আর যদি Low E.C. হয় ধোয়া লাগবে না E.C. লেভেল ডাউন করা আছে এবং বীজতলা তৈরি করার মতন প্রয়োজনীয় উপাদান এর ভিতরে বিদ্যমানআছে)। কোকো পিট দিয়ে বীজের ট্রে অথবা কালো রং এর প্লাস্টিকের ১২০-১৫০ মিঃ লিঃ কাপ/ গ্লাস ভরাট করুন। বীজের ট্রে অথবা প্লাস্টিকের কাপ/ গ্লাস কোকো পিট দিয়ে ভরাট করে নেওয়ার পর এগুলোর উপর ঝর্ণার মত পানি ছিটিয়ে ভিজিয়ে নিন। এরপর এক এক করে বীজ গুলো বুনে দিন। খেয়াল রাখবেন কোকো পিটে যে পরিমান পানি ধরে রাখতে পারবে তার অতিরিক্ত পানি ওই পাত্রের নিচে বা যেকোন জায়গা থেকে ড্রেনেজ হয়ে যাওয়ার মতন ফাঁকা আছে কিনা। তলায় অতিরিক্ত পানি থাকলে বীজ পঁচে যাওয়ার সম্ভাবনা আছে। বীজ বোনার আগে জেনে নিন আপনি যে বীজ বুনবেন সেগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রাখতে হবে কি না? বীজ বোনা শেষ হয়ে গেলে বীজের ট্রে অথবা প্লাস্টিকের গ্লাস গুলো ঘোলাটে বা কালো পলিথিন দিয়ে ঢেকে রাখুন যাতে বাতাস স্বাভাবিক ভাবে আসা যাওয়া করতে পারে এবং রোদ সরাসরি না পড়ে। বীজ গজানোর পর উপযুক্ত সময়ে টব/ড্রাম/বেড এ চারা রোপন করে দিন।
কোকো পিটে রাসায়নিক সার ব্যবহার করেও চাষ করা যায় .Login to ask a question