

১. নারিকেল তেল চুলের জট ছাড়াতে সাহায্য করে।
২. নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। সবচেয়ে কম দামে ও সহজলভ্য হেয়ার কন্ডিশনার হচ্ছে নারিকেল তেল।
৩. নারিকেল তেল অকালে চুল পাকা থেকে রক্ষা করে।

১. চুলকে সম্পূর্ণ নষ্ট হওয়া ও রুক্ষতা থেকে বাঁচাতে সপ্তাহে দুই থেকে তিনদিন চুলে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করা উচিৎ।
২. রুক্ষ ও শুষ্ক ত্বকে নারকেল তেল মালিশ করলে অনেক উপকার পাওয়া যায়। রাতে শুতে যাওয়ার আগে হালকা করে নারকেল তেল ম্যাসাজ করলে ত্বক মসৃণ হয়।
৩. মেকআপ তোলার জন্য নারকেল তেল অসাধারণ কাজ করে। তুলোয় নারকেল তেল নিয়ে ত্বকে হাল্কা করে মুছে নিলে অনায়াসেই মেকআপ উঠে যায়।
Customer Questions and answers :
Login to ask a question