বারি বেগুন ১২ একটি উন্নত জাতের বেগুন যা বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকে। যেমনঃ লাউ বেগুন, কেজি বেগুন, জাইন্ত বেগুন ইত্যাদি। মূলত এই বেগুনটি বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি উন্নত জাত যা রাখাইন অঞ্চল থেকে জার্মপ্লাজম সংগ্রহ করে উদ্ভাবন করা হয়েছে। এই বারি বেগুন ১২ উন্নত জাতটি বর্তমানে একটি আলোড়ন সৃষ্টিকারী বেগুন। এই বেগুনের চারা উৎপাদনের সময় আগস্ট-সেপ্টেম্বর এবং চারা লাগানোর উপযুক্ত সময় অক্টোবর মাস। এটি একটি শীতকালীন বেগুন যা হেক্টরে ৫০ থেকে ৬০ টন ফলন দিয়ে থাকে।
Customer Questions and answers :
Login to ask a question