মাটি ও জলবায়ু
টবে শসা চাষ পদ্ধতি
আমাদের মধ্যে অনেকেই বাড়ির ছাদে টবে শসা চাষ করে থাকেন। কিন্তু সঠিকভাবে টবে শসা চাষ পদ্ধতি না জানার কারণে ভালো উৎপাদন হয় না বা গাছ সতেজ হয় না। এখানে একে একে তুলে ধরা হলো কিভাবে শসা গাছের সঠিকভাবে পরিচর্যা করতে হয়, শসা গাছের জন্য প্রাকৃতিক কীটনাশক তৈরির পদ্ধতি, টবে শসা চাষ পদ্ধতি, টবে শসা চাষের জন্য মাটি তৈরির উপায়, ও টবে শসা গাছের রোগবালাই ও রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা।শসার বীজ থেকে চারা তৈরি (উল্লেখ্য, টবে লাগানোর জ্ন্য মাটি চেনা আবশ্যক নয়। যে কোন মাটিতেই জৈব সার বা ভার্মি সার বেশি করে মিশিয়ে চাষ করতে পারবেন)
ভালো চারা তৈরি করতে হলে পলিব্যাগে চারা তৈরী করা সবচেয়ে উত্তম। সেক্ষেত্রে বীজ থেকে চারা তৈরির সময় প্রথমে বীজ গুলোকে ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি বীজতলা তৈরি করতে হবে। এর জন্য ৬০ ভাগ দোআঁশ মাটি ৪০ ভাগ শুকনো গোবর ও অল্প পরিমাণ ছাই মিশিয়ে বীজতলা টি তৈরি করে নিন। এবার ভেজানো বীজগুলোকে নতুন তৈরি করা বীছ তলায় বসিয়ে একটি পাটের ছালা অথবা সুতি কাপড় দিয়ে ঢেকে দিন। এরপর কিছুদিন ওই কাপড় বা ছালার উপর কিছু কিছু করে পানি দিয়ে যান। তিন থেকে চার দিনের মধ্যেই বীজ গুলো অঙ্কুরিত হবে। এবার নতুন গজানো বীজ গুলো তুলে আপনার তৈরি করা পলি ব্যাগ গুলোতে স্থানান্তর করুন। পলিব্যাগের মাটি ‘দোয়াশ মাটি এবং গোবর’ এর মিশ্রণ দিয়ে তৈরি হতে হবে। পলিব্যাগে থাকাকালে 10 থেকে 15 দিনের মধ্যে ছোট চারাগুলো রোপণের জন্য উপযুক্ত হয়ে যাবে।
টবের সাইজ
টব যত বড় হবে, গাছ তত ভালো হবে। আপনি ১০" টবেও চাষ করতে পারবেন আবার বড় ড্রামেও লাগাতে পারবেন। টবে শসা চাষ এর ক্ষেত্রে পানি সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। শসা গাছের জন্য প্রচুর পানি প্রয়োজন হয়। এজন্য প্রতিদিন সকাল বিকেল দুই বার করে পানি সেচ দিতে হবে। তাছাড়া বাসাবাড়ির প্রতিদিনের মাংস বা মাছ ধোয়া পানি গাছে সরাসরি দিয়ে দেবেন এতে গাছের অনেক উপকার হয়। মনে রাখতে হবে কোন কারণে যদি শসা গাছে পানির অভাব হয় তবে ফলন ভালো হবে না এবং ফল ছোট অবস্থাতেই ফল ঝরে যাবে।
সীমাবদ্ধতাঃ
Seeds World ছাদবাগানিদের জন্যে স্বল্পমূল্যে এবং পরিমিত পরিমানে উন্নত ও উচ্চফলনশীল জাতের বীজ জিপ প্যাক-এ এবং ইন্ট্যাক্ট প্যাকেটে সরবরাহ করে থাকে। আমরা প্রতিটি বীজের বিবরনে উক্ত বীজের রোপন এবং ফসল ফলানোর বিষয়ে বিশদ বর্ননা পোস্ট করে থাকি তবে অমৌসুমে বীজ বপন, অনুপযোগী মাটি, প্রতিকুল আবহাওয়া, বাগানির অনভিজ্ঞতা ইত্যাদি ক্ষেত্রে বীজ জার্মিনেশনের “Seeds World” কোন নিশ্চয়তাদেয়না অথবা কোন দ্বায়ভার গ্রহন করেনা।
Login to ask a question