উপন্যাস পড়ে অনেক পাঠকের বিশ্বাস জন্মেছিল যে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় নিশ্চয়ই কোনো এক সময়ে হোটেলব্যবসা খুলেছিলেন। ধারণাটি যে অমূলক, জানিয়েছিলেন লেখক-পত্নী রমা বন্দ্যোপাধ্যায়। ধারণা ভুল হতে পারে, কিন্তু একটি উপন্যাসের বর্ণনা কতখানি সুক্ষ্ম, নিখুঁত হলে, মানুষকে কতটা ছুঁয়ে গেলে এমন বিশ্বাসের জন্ম হয় ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসটি পড়লেই সেটি বোঝা যায়।সাত টাকা মাইনের চাকরি থেকে নিজের হোটেল, স্বপ্নটা একজন রাঁধুনী বামুনের জন্য অনেক বেশিই। সততার পথ থেকে একটুও না সরে, তিল তিল করে টাকা জমিয়ে এবং কিছু অনাত্মীয় আপনজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে হাজারি ঠাকুর তার সেই স্বপ্নের পথে একটু একটু করে পা বাড়ায়।সততা, আর্দশ আর স্বপ্নের বুনন, মানুষের সহজাত ভালো-খারাপ প্রবৃত্তি প্রভৃতির নিপুণ বর্ণনার সাথে লেখকের স্বতন্ত্র লেখনীশৈলী সবমিলিয়েই মুগ্ধতাজাগানীয়া এক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল।
- Language : Bengali
- ISBN-10 : 8172934408
- ISBN-13 : 978-8172934408
- Hardcover locally Printed
Login to ask a question