জার্মিনেশন বা চারা করার নিয়মঃ
বীজ থেকে চারা তৈরি করার জন্য সাধারণ মাটিতেই বীজ বপন করতে পারেন। তবে আলাদা করে মাটি বানিয়ে নিলে জার্মিনেশন রেট ভালাে পাওয়া যায়। বিজ বপনের মাটিতে (ভার্মি সার/কেচো কম্পোস্ট ৪০%, কোকোপিট ৪০% ও মার্টি ২০%) একত্রে মিশিয়ে ঝুরঝুরে করে নিলে ভালাে হয়। বিজতলার মার্টি তৈরি করে মাটির আধা ইঞ্চি পরিমান নিচে বিজ বপন করতে হবে ও উপরে হালকা মাটির প্রলেপ দিতে হবে। মাটি হালকা ভেজা ভাব রাখবেন। রােদ আলাে পড়ে এমন যায়গায় রাখবেন। ৫-১০ দিনের ভেতরই চারা তৈরি হবে। এছাড়াও ইউটিউব বা ইন্টারনেটে সার্চ করলে অনেক তথ্য পাবেন।
Customer Questions and answers :
Login to ask a question