রহস্যময়ভাবে হারিয়ে গেল এক তরুণ ইঞ্জিনিয়ার। আরেক দিকে একই রকম রহস্যময়ভাবে হারিয়ে গেলেন একজন রকেটবিজ্ঞানী। একসঙ্গে তিন গোয়েন্দার ঘাড়ে এসে পড়ল দুটো কেসের তদন্তভার। দ্বিধায় পড়ে গেল ওরা। দুটোর কোনটার তদন্ত করবে? সমাধান করে দিলেন কিশোরের চাচা গোয়েন্দা রাশেদ পাশা। বললেন, অস্ট্রেলিয়ায় চলে যাও। চাচার আদেশ পালন করল কিশোরেরা। তারপর শুরু হলো অস্ট্রেলিয়ার বুনো অঞ্চলে বিপজ্জনক অ্যাডভেঞ্চার। বিষধর সাপ, ভয়াবহ গরম আর নানা প্রতিকূলতার মধ্যে ভয়াল মরুভূমি পেরিয়ে ছুটতে লাগল ওরা প্রাণের দায়ে, পিছু ধাওয়া করেছে একদল গলাকাটা ডাকাত।
Customer Questions and answers :
Login to ask a question