ব্যবহার:
এই ৫০ গ্রামের পুরো প্যাকটা ১ লিটার পানিতে ভাল করে মিশিয়ে রাতে ঘুমানোর আগে পুরো বাসায় স্পে করে দিতে হবে। বাসার যে সব যায়গায় তেলাপোকা থাকে।সকালে ঘুম থেকে উঠার পর দেখতে পাবেন ঔষধ এর কাজ। অবশ্যই সকালে উঠে যে সব জায়গায় স্প্রে করা হয়েছে সেই সব জায়গায় ভাল করে ধুয়ে বা মুছে দিতে হবে
ঔষধ স্প্রে করার আগে খাবার ভাল করে ডেকে নিতে হবে, যাতে করে খবারে না পরে।মুখে মাস্ক এবং হাতে গ্লাপ্স লাগিয়ে নেওয়া উওম।
Customer Questions and answers :
Login to ask a question