Sunflower-Intact Pack Hybrid Seed (80+ seeds)

SKU: SEDW74451
Seller: Seeds World

Tk 120
SoldOut


>> বীজ বপনের জন্য মাটি তৈরিঃ সাধারণ মাটি ভালো করে ঝুরিঝুরে একটু ভেজা ভাব থাকলেই তেমন মাটিতে সহজেই বীজ বপন করা যায়। সাধারণ মাটিতে কিছু জৈবসার মিশিয়া বা নার্সারি থেকে সরাসরি গার্ডেনিং সয়েল কিনে তাতেই বীজ বপন করতে পারেন।

>> বিজ থেকে চারা করার পাত্র হিসেবে সরাসরি মাটিতে , টবে, অন টাইম গ্লাসে, বা সিডলিং ট্রে যে কোন যায়গাতেই আপনি এই বিজ বপন করতে পারবেন। যেটাই ব্যাবহার করেন না কেন, অবশ্যই পাত্রের নিচে ছিদ্র থাকতে হবে যেন পানি জমে না থাকে। অন টাইম গ্লাস, পলি প্যাকেট বা সিডলিং ট্রে তে আগে চারা তৈরি করে নিয়ে নিদৃষ্ট বয়সে চারাকে অন্য বড় পাত্রে স্থানান্তর করতে পারেন। প্রথমে ছিদ্র যুক্ত গ্লাস/পলি/ট্রে তে বিজের জন্য তৈরিকৃত মাটি দিবেন , এরপর বিজ টি মাটির আধা ইঞ্চি নিতে পুতে দিবেন অথবা বিজটি রেখে তার উপর আধা ইঞ্চি পরিমান মাটি দিবেন। এরপর প্রথমবার ভালো করে পানি দিয়ে পুরো মাটি ভিজিয়ে দিবেন। এরপর যেখানে রোদ পড়ে এমন যায়গায় রাখবেন। তবে দুপুরে কড়া রোদ না লাগানোই ভালো। লাগলে খুব বেশী ক্ষতি নেই। পরিমান মত পানি দিবেন নিয়মিত। পানির পরিমানটা এমন হবে যে মাটি কাদা কাদা হবে না আবার পুরো শুকিয়ে যাবে না, হালকা ময়শ্চার ভাব থাকবে।একাধারে বৃষ্টিতে ভিজলে বা পানি বেশি মাত্রায় কাদা কাদা করে দিলে বিজ পচে যাওার সম্ভবনা থাকে। যেখানে আলো বাতাস আসেনা অর্থাৎ ঘরের ভেতর রাখবেন না। ছায়াতে রাখলে বিজ জার্মিনেশন হলেও তা বাচানো কঠিন হয়ে যাবে। ৫-১৫ দিনের মধ্যেই চারা গাজাবে ইনশাআল্লাহ। চারা ৬ ইঞ্চি লম্বা ও মিনিমাল ১২-১৬ পাতা হলে তা স্থানাঞ্চর করে আপনার মেইন টবে লাগাতে পারবেন। আপনি চাইলে সরাসরি মেইন টব এ বিজ বপন করতে পারেন। মেইন টবে বিজ বপন করলে তো আর স্থানান্তর এর প্রশ্নই আসেনা।

>> কেমন টব দিবেনঃ ফুলের ১ টি গাছের জন্য সর্বনিম্ন ৮ ইঞ্চি সাইজের টবে দিতে হবে। টব যত বড় হবে টবে মাটি তত বেশি ধরবে এবং মাটি যত বেশি ধরবে গাছ তত বেশি খাবার পাবে ও শিকড় বৃদ্ধির যায়গা পাবে, সুতরাং টব যত বড় হবে গাছ ও ফুল তত ভালো হবে। একটি ১২ ইঞ্চি টবে ২ টা গাছ একত্রে লাগাতে পারবেন।

পানি ও রোদঃ পানি কখনো অতিরিক্ত দেওয়া উচিৎ না। এক কথায় পানি শুকালে পানি দিবেন ভেজা থাকলে দিবেন না। যখন পানি দিবেন তখন মাটি ভাল করে ভিজিয়ে দিবেন, এরপর শুকিয়ে গেলে পুনরায়। যদি রোদ বেশি হয় তাহলে এক দিনেই শুকিয়ে যাবে তখন প্রতিদিন ১ বার পানি দিবেন আবার রোদ কম হলে ২ বা ৩ দিন সময় লাগবে শুকাতে তখন ২/৩ দিন পর দিবেন। শীতের সকল ফুলই রোদ প্রিয়। তাই অবশ্যই রৌদ্রময় স্থানে গাছ রাখবেন।

>> সার প্রদানঃ গাছে সব ধরনের সার দেওয়া যাবে, গাছের বয়স ১ মাস হবার পর সার সিবেন তার আগে না। জৈব সারের ভেতর, সরিষা খৈল, হাড়ের গুড়া , খুরের গুড়া , পাতা পচা সার ভার্মি কম্পোষ্ট, গোবর সার ইত্যাদি। রাসায়নিক সারের ভেতর DAP, MOP, Uria, TSP ইত্যাদি ব্যাবহার করতে পারেন। রাসায়নিক সার প্রয়োজনের চেয়ে বেশি দিলে গাছের ক্ষতি হবে। কোন সার কতটুকু কিভাবে ব্যাহার করতে হয় তা আমাদের শপের উল্লিখিত প্রন্যের ডিস্ক্রিপশনেই পাবেন।

ওষুধ বা কিটনাশকঃ গাছের পোকার বা রোগের কোন শেষ , শখর বাগানে অনেক রকম গাছ থাকে আর এক এক গাছে এক এক রকম পোকা আক্রমন করে। মেইনলি এক এক পোকার ভিন্ন ভিন্ন কিটোনাশক ব্যাবহার করা উচিৎ। কিন্তু যারা শখের বসে বাগান করে তাদের জন্য এমন পোকা চিনে তার নিরাময় করা কঠিন এ জন্য স্পেসিফিক কিছু কিটনাশক আছে যা ব্যাবহার করলেই ৯৫% কিটনাশক বা রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব । আর কিটনাশক ব্যাবহারে অনিচ্ছা থাকলে নিম তেল ব্যাবহার ক্রতে পারেন। নিমতেল একটী জৈব বালাই নাশক যা পরিবেশের কোন ক্ষতি করেনা বা ভুল করে গায়ে লাগলে বা মুখে গেলে কোন ক্ষতি হয় না। নিমতেল এর ব্যাবহার জানতে আমাদের নিম তেল পন্যের ডিস্ক্রিপশন দেখুন ।

>(বিজ কেনার পূর্বে সতর্কবার্তাঃ বিজ থেকে চারা করা অনেকটা সাধনার ব্যাপার। আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন ও মনে করে থাকেন বিজ মাটিতে ফেলে দেওয়া মানেই চারা হয়ে যাওয়া তাহলে আপনার জন্য বিজ না কিনে নার্সারি থেকে চারা কেনাই উত্তম। কারণ একটি বিজ থেকে চারা হবার জন্য বিজের মান ভালো হবার পাশাপাশি আবহাওয়া, মাটী, পরিবেশ, আদ্রতা, কিট বা বালাই ব্যাবস্থাপনা সহ এমন অনেক বিষয় থাকে। )>






Customer Questions and answers :

Login to ask a question