Premium Kastori 6ml Use For Man

Category: Attor
SKU: ZNGR40892
Seller: Zingerbd

Tk 601
Tk 699
Tk 699
14% OFF


Image

সূরা আল মুতাফিফীনে বয়ান করা হয়েছে, জান্নাতে সৎকর্মশীলদেরকে একপ্রকার বিশেষ শারাব পান করানো হবে। শারাবে মিশানো থাকবে কস্তুরী। যার কারণে তার স্বাদে ও গন্ধে অতিরিক্ত উৎকৃষ্টতা ও আমেজ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ।
 
‘ কস্তুরী ‘ নামটা আমাকে প্রায়ই সূরা আল মুতাফিফীনের এই বয়ানটা মনে করিয়ে দেয়। না জানি কত লা-জওয়াব সেই কস্তুরীর স্বাদ আর গন্ধ। এতসব উৎকৃষ্ট নিয়ামতের প্রলোভনে পড়েও কি আমরা সৎকর্মশীল হতে পেরেছি? আমাদের কি আকাঙ্ক্ষা জাগে না সেই জান্নাতী কস্তুরীর একটু স্বাদ পেতে, যা দুনিয়াতে দুর্লভ? দুর্লভই বটে কস্তুরী, সহজে পাওয়া ভার। দুর্লভ হলেও জান্নাতের সকল নেয়ামতের কিছু ক্ষুদ্র সংস্করণ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। এত দামী, এত সুঘ্রাণ এই কস্তুরীর। কথিত আছে কস্তুরীর এক তিল পরিমাণ কোন বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ থাকে। তিন হাজার ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে এর এক ভাগ মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয় কস্তুরীর ঘ্রাণে।
 
সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি ও মন কেড়েছে কস্তুরী মৃগ। এই মৃগ অর্থাৎ হরিণ এক প্রজাতির পুরুষ হরিণ। ইংরেজি নাম ‘মাস্ক ডিয়ার’। এরা খুব লাজুক স্বভাবের। তাই নিরিবিলি বাস করে। বিচরণ করে একান্ত নির্জনে। আর কস্তুরী বা ক্যাস্টোরিয়াম হলো খুব পুরানো বিলাসবহুল সেই সুগন্ধি উপাদান, যা মৃগের শুঁটি থেকে পাওয়া যায়। তাই কস্তুরী এত মূল্যবান। এর আকর্ষণীয় সুঘ্রাণের কারণে দুর্লভ হওয়া সত্ত্বেও যুগযুগ ধরে মানুষ এটাকে খুঁজে বের করে সুগন্ধি প্রস্তুত করেছে।
 
সুতরাং, এটা খুব ব্যয়বহুল এবং খুঁজে পাওয়াও কঠিন বলে বিশ্বের অনেক দেশেই Kosturi (কস্তুরী) আতর বানানো হয় মূল কস্তুরীর সিন্থেটিক ক্লোন সংস্করণ হিসেবে। কেউ আবার সেমি সিন্থেটিক উপায়েও তৈরি করে। সে যাই হোক, raw perfume কিন্তু এই মূল্যবান সুগন্ধি থেকেও আপনাদের বঞ্চিত রাখেনি। ঘ্রাণটা বেশ প্রখর ও ঝাঁজালো। শক্তিশালীও বটে। আতরের মুখ উন্মুক্ত করলেই ছড়িয়ে পড়ে তীব্র ঘ্রাণ। ঘ্রাণটা কিছুটা পানবাহার মিষ্টি পান মসলার মতো। জাস্ট একবার আতরের বোতলের স্টিকটা বের করে কাপড়ে ঘষুন। Kosturi (কস্তুরী)র শক্তিশালী সুঘ্রাণ সারাদিন মাতিয়ে রাখবে। যেসব ভাইয়েরা কড়া, তীব্র ঘ্রাণ নাকে নিতেই পারেন না তারা এটা টেস্ট না করাই ভালো। তবে শীতের সিজনে বেশ আরামপ্রদ হবে Kosturi (কস্তুরী)-র ব্যবহার।
 
নোটস : টপ নোটে রয়েছে ফ্লোরাল টাচ,হার্ট নোটে পাবেন হালকা স্মোকি হিন্ট এবং বেইজ নোটে রয়েছে কস্তুরী ও অ্যাম্বার।






Customer Questions and answers :

Login to ask a question